সর্বশেষ

সারাদেশ

পদ্মায় ধরা পড়ল ২৮ ও ১৯.৫ কেজির দুটি কাতল, দাম ৮২ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ৩ মে, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকারের দুটি কাতল মাছ।

শনিবার (৩ মে) ভোরে নদীর মোহনায় জামাল প্রামাণিক ও টক্কু হলদারের জালে ধরা পড়ে মাছ দুটি, যা স্থানীয় এলাকায় বেশ আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, ভোরে জামাল ও টক্কু তাদের সহযোগী জেলেদের নিয়ে পৃথকভাবে পদ্মায় মাছ ধরতে যান। সকালে জাল তুলতেই তারা পান ২৮ কেজি ও ১৯.৫ কেজি ওজনের দুটি কাতল।

পরে জামাল প্রামাণিক তার ২৮ কেজির কাতলটি বিক্রির জন্য দৌলতদিয়ার মমিন মণ্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে মাছটির দাম ওঠে ১৮০০ টাকা কেজি দরে, যা মোট ৫০ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, টক্কু হালদার তার ১৯.৫ কেজির কাতলটি রেজাউল মণ্ডলের আড়তে আনলে সেটি বিক্রি হয় ১৬৫০ টাকা কেজি দরে, মোট ৩২ হাজার ১০০ টাকায়। দুটি মাছই কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।

মো. চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে তিনি মোট ৮২ হাজার ৫০০ টাকায় দুটি মাছ কিনেছেন। তিনি ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন এবং কেজিতে ১০০ টাকা লাভ রেখে মাছগুলো দুপুরের মধ্যেই বিক্রির আশা করছেন।

স্থানীয় মানুষদের মধ্যে বড় এই মাছ দুটি দেখতে উৎসাহ দেখা যায়, অনেকেই ছবি তুলতে ছুটে আসেন আড়তে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন