সর্বশেষ

আইন-আদালত

লাশ পোড়ানোর ঘটনায় আইজিপি ও সেনা কর্মকর্তাসহ ১৩ জন ট্রাইব্যুনালে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যাসহ চলতি বছরের জুলাই-আগস্টের আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়। বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এদিন আশুলিয়া হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন এখনো সম্পূর্ণ না হওয়ায় তারা আরও এক মাস সময় চেয়েছেন। ট্রাইব্যুনাল ২৫ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে হত্যার একটি ভিডিও ফুটেজ তদন্ত সংস্থার হাতে এসেছে এবং এতে অন্তত দুইজন অভিযুক্তকে শনাক্ত করা গেছে। বাকি সন্দেহভাজনদের শনাক্তকরণের কাজ চলছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন