শ্যামনগরে এক দিনের ব্যবধানে ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে মাত্র এক দিনের ব্যবধানে ৩৮ পিস দেশীয় অস্ত্র (হাসুয়া ও রামদা) উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) এবং মঙ্গলবার (২২ এপ্রিল) দুটি পৃথক অভিযানে এই অস্ত্রগুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যামনগরের নকিপুর গ্রামের শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রহমত আলী বাড়ির সামনে বিল্লাল গাজীর পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া এবং ৪ পিস রামদা উদ্ধার করা হয়। বিল্লাল গাজীর স্ত্রী সুফিয়া সকালে পুকুরপাড়ে কাজ করতে গিয়ে একটি বস্তার মধ্যে রাখা এই অস্ত্রগুলি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং দীর্ঘদিন পানিতে পড়ে থাকার কারণে অস্ত্রগুলোর মরিচা পড়েছে বলে জানা যায়।
এ ঘটনায় পুলিশ জানায়, এর আগে ২০ এপ্রিল, শ্যামনগরের অন্য একটি পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া ও রামদা উদ্ধার করা হয়, যা সাবের মিস্ত্রি নামক স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতার দখলে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, এই অস্ত্রগুলো বিভিন্ন সময় ভুমিহীন নেতা মোকছেদ, তার জামাতা সাবের মিস্ত্রি, তার ছেলে রহমত আলী এবং তাদের সহযোগী ভুমিদস্যু বাহিনীর সদস্যরা ব্যবহার করত। এই অস্ত্রগুলি সম্ভবত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়, যখন সাবের ও রহমত পলাতক হন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, পুলিশ এই অস্ত্রগুলোর পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর তদন্ত শুরু করেছে এবং সেই অনুযায়ী অনুসন্ধান চলছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।
১১৬ বার পড়া হয়েছে