সর্বশেষ

শিক্ষা

উপাচার্য অপসারণের দাবিতে কুয়েটে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী।

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ অনশন কর্মসূচি শুরু হয়, যা মঙ্গলবার সকালেও অব্যাহত রয়েছে।

সেখানে উপস্থিত থেকে দেখা গেছে, অনশনকারী শিক্ষার্থীরা মেঝেতে তোশক বিছিয়ে কেউ বসে, কেউ শুয়ে রয়েছেন। পাশে কিছু স্ট্যান্ড ফ্যান রাখা রয়েছে এবং একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। শিক্ষার্থীরা জানান, সোমবার রাত থেকে তারা কিছুই খাননি।

অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রাহাত, তৌফিক, গালিব, মহিবুজ্জামান উপল ও ওবায়দুল্লাহ বলেন, “উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো। প্রয়োজনে জীবন দেবো। ৩২ জন শিক্ষার্থীর জীবনের চেয়ে কি একজন উপাচার্যের চেয়ার বেশি গুরুত্বপূর্ণ?”

তাদের অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদল ও বহিরাগতদের হামলায় শিক্ষার্থীরা আক্রান্ত হলেও কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের দায়সারাভাবে করা মামলায় হামলাকারীদের নাম উল্লেখ করা হয়নি এবং এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তারা আরও জানান, উল্টোভাবে এক বহিরাগত বাদী হয়ে ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে, যাদের মধ্যে আন্দোলনকারীও রয়েছেন। বারবার দাবি জানানো সত্ত্বেও উপাচার্য কোনো পদক্ষেপ নেননি।

গত ১৩ এপ্রিল শিক্ষার্থীরা হলে প্রবেশ ও ক্যাম্পাস খোলার দাবি জানালে কর্তৃপক্ষ তা উপেক্ষা করে। দুই রাত খোলা আকাশের নিচে কাটানোর পর ১৫ এপ্রিল শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেন। কিন্তু সেখানে তাদের জন্য খাবার, পানি ও ইন্টারনেট সংযোগের কোনো ব্যবস্থা রাখা হয়নি।

পরিস্থিতি সম্পর্কে কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, “আমরা শিক্ষার্থীদের দুইবার বুঝানোর চেষ্টা করেছি। তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। আবারও গিয়ে তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব।”

উল্লেখ্য, শিক্ষার্থীরা জানিয়েছেন, কোনো পদক্ষেপ না নেওয়া হলে তারা অনশন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন