সর্বশেষ

সারাদেশ

কমলনগরে সিঁধ কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে চুরি, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (২০ এপ্রিল) গভীর রাতে স্থানীয় শাহজাহান মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরির সময় ঘরে থাকা গৃহবধূ ও তার নাতিকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী মিজানুর রহমান মুন্সী নোয়াখালীর চৌমুহনীতে রিকশা চালান। স্বামী না থাকায় তিনি একমাত্র সাত বছরের নাতিকে নিয়ে বাড়িতে থাকেন। প্রতিদিনের মতো সেদিন রাতেও নাতিকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক ২টার দিকে চারজন চোর সিঁধ কেটে ঘরে প্রবেশ করে।

চোররা ঘরে ঢুকেই তাকে মুখ বেঁধে ফেলে এবং শিশুটির গলায় ছুরি ধরে টাকা ও স্বর্ণালংকার দাবি করে। প্রায় দেড় ঘণ্টা ধরে ঘরে তল্লাশি চালিয়ে চোররা নগদ অর্থ ও দুই জোড়া স্বর্ণের কানের দুল লুট করে নিয়ে যায়। পরে গৃহবধূ ও শিশুর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক মো. শাহজাহান বলেন, "বিগত ২০ বছরে এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেনি। সবাই আতঙ্কে রয়েছে।"

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, "এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন