সর্বশেষ

শিক্ষা

শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ: চীনের পাঠ্যক্রমে এআই প্রযুক্তির সংযুক্তি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীন তার শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সংযোজনের ঘোষণা দিয়েছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করে পাঠ্যক্রম, পাঠ্যবই এবং শ্রেণিকক্ষের পরিবেশে আধুনিকায়ন আনা হচ্ছে।

এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা যেমন—স্বাধীন চিন্তাভাবনা, সমস্যা সমাধান, যোগাযোগ এবং দলগত কাজের সক্ষমতা বৃদ্ধি করা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রযুক্তিনির্ভর এই পরিবেশ শ্রেণিকক্ষে উদ্ভাবন ও চ্যালেঞ্জিং লার্নিং অভিজ্ঞতা তৈরি করবে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন, উদ্ভাবনের পথে অগ্রসর হতে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির নতুন দিক সন্ধানে শিক্ষা খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছে।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ তৈরি করে দেশীয় এআই চালিত চ্যাটবট, যা আন্তর্জাতিক পর্যায়ে বেশ আলোচিত হয়। প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি এআই মডেল প্রযুক্তিগত দিক থেকে মার্কিন প্রযুক্তি চ্যাটজিপিটির সমকক্ষ হলেও, এর উৎপাদন খরচ ছিল তুলনামূলকভাবে অনেক কম।

এই প্রেক্ষাপটেই চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে এআই বিষয়ক কোর্স চালু করা হয়েছে এবং ভর্তি প্রক্রিয়াও সম্প্রসারিত হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, চীন প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ জাতীয় কর্মপরিকল্পনা ঘোষণা করেছে, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলে একটি ‘শক্তিশালী শিক্ষিত জাতি’ গঠন করা।

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন