সর্বশেষ

সারাদেশ

বাবাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেল মেয়ে, ফিরে এসে দেখল বাবা নেই 

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফলে মেয়েকে এসএসসি পরীক্ষায় পৌঁছে দিতে গিয়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক পিতা।

তাসফিয়া নামের ওই পরীক্ষার্থী জানতো না- আর কোনোদিন বাবার সঙ্গে দেখা হবে না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রাম থেকে মোটরসাইকেলে করে মেয়ে তাসফিয়াকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দেন মাহবুবুর রহমান। তিনি কালিশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তাসফিয়ার স্কুল—কালিশুরী এসএ ইনস্টিটিউশনের শিক্ষকও ছিলেন।

সকাল ৯টার দিকে তারা গাজিমাঝি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তাসফিয়াকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইউসুফ জানান, তাসফিয়া তখনো পরীক্ষা দিচ্ছিল এবং বাবার মৃত্যুর খবর জানানো হয়নি। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার পর তাকে সবকিছু জানানো হয়।

মাহবুবুর রহমানের সহকর্মীরা জানান, তিন মেয়ের মধ্যে তাসফিয়া মেজো। বাবার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন