মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের কামারখোলায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
১৭ ফেব্রুয়ারি, সোমবার সকালে প্রায় ৭:৪৫ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ব্যস্ত এক্সপ্রেসওয়ে জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য মতে, প্রথমে একটি পিকআপ ভ্যানের পেছনে এক বড় কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এর পর, ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে যানবাহনগুলো ধীরগতিতে চলতে শুরু করে। এর কিছু সময় পর, পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়, এবং মুহূর্তেই পাঁচটি যান একে অপরকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনার ফলে ঢাকামুখী লেনে যান চলাচল বাধাগ্রস্ত হয়ে যানজটের সৃষ্টি হয়।
ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে, তবে বাকি চারটি যানবাহন উদ্ধার করার কাজ চলছে।
১৩৫ বার পড়া হয়েছে