সহানুভূতি
‘সহানুভূতির নম্বর’ বন্ধ, এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ ধস
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় খাতা মূল্যায়নে ‘সহানুভূতির নম্বর’ নীতির অবসান ঘটায় প্রকাশ পেয়েছে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন—তবে এর ফলে রেকর্ড পরিমাণ পাসের হার ও জিপিএ-৫-এ ধস নেমেছে। শেষ ১৫ বছরে এত খারাপ ফল আর হয়নি।