মেছোবাঘ
সাতক্ষীরার কলারোয়া: উফাপুরে মেছোবাঘ আটক, পরে অবমুক্ত
সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের একটি বাড়িতে মেছোবাঘ আটকা পড়ে। রোববার ভোররাত প্রায় ২টার দিকে আলমগীর হোসেন সরদারের বাড়ির পাখির খোঁয়াড়ের পাশে ফাঁদে মেছোবাঘটি ধরা পড়ে। পরে বন বিভাগের সহযোগিতায় এটিকে পার্শ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়।