মুনলাইট
চরাঞ্চলে কম্বল ও গাছের চারা বিতরণযমুনার চরে শীতের দাপট, উষ্ণতার ছোঁয়া দিল মুনলাইট
প্রতিবছর বন্যা, দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হয় চরাঞ্চলের মানুষকে। তার ওপর শীত মৌসুম এলেই যেন দুর্ভোগ চরমে পৌঁছে। যমুনা নদীর তীরবর্তী চরগুলোতে হিমেল বাতাস আর কনকনে ঠান্ডা হয়ে ওঠে অসহায় মানুষের জন্য নতুন এক সংকট।