দূরদেশ
আজ সেই ৩ ডিসেম্বরনাম জ্যঁ ইউজিন পল ক্যুয়ে: দূরদেশের এক মানুষের হৃদয়ে বাংলাদেশের যুদ্ধ
শরণার্থী শিবিরের সেই শীতল সন্ধ্যাটা যেন আজও ইতিহাসের বুক জুড়ে কাঁপতে থাকা এক দীর্ঘশ্বাস। ক্ষুধায় কাতর শিশু, ঘরে না ফেরা মানুষের আর্তনাদ আর মহামারির মতো ছড়িয়ে পড়া রোগ—সব মিলিয়ে ১৯৭১ সালের শরণার্থী বাস্তবতা ছিল এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়।