ডিএমভি
আইয়ুব বাচ্চুর স্মরণে ডিএমভি বাংলা রক ফেস্টিভ্যাল হচ্ছে ভার্জিনিয়ায়
ভার্জিনিয়ার ফলস চার্চে আগামী ৭ নভেম্বর কিংবদন্তি গায়ক ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে আয়োজন করা হচ্ছে ‘ডিএমভি বাংলা রক ফেস্টিভ্যাল’-এর নতুন কনসার্ট, যার শিরোনাম ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’। কনসার্টটি সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত চলবে।