কবি
অদ্ভুত ব্যাপার
এতো ভালোবাসা!
লাল ভালোবাসা আমাকে রাঙিয়ে দিলো।
মন ভালো হয়ে গেলো।
আহা!
কি আনন্দ!
মানববাদী কবি মধুসূদন
মধুসূদন নিঃসন্দেহে মানবতাবাদী, মানববাদী কবি। মানবতাবাদী কবি হিসেবে অনেক দিনের মূল্যবোধ থেকে সরে এসেছেন।
ক্ষমতা
তবে মনুষ্যত্ব জলাঞ্জলী দিয়ে
জয়ী হোক ক্ষমতা
এ জনম কাটে যাবে বেশ
ছাড়বে কি বিধাতা?
আমায় খুঁজো না
এ মনের গভীরতা মাপতে যেয়ো না
আকাশের বিশালতা সবাই বুঝে না
সমুদ্রের ঢেউ গুনতে যেয়ো না
বন্ধু
পথের সাথী অনেকই হয়, বন্ধু হাতে গোনা
মনের মিলে বন্ধু মিলে যায় না তাকে কেনা।
মহাকালের সুখ
প্রভাতে রবির শুভেচ্ছাদূত হয়ে
এসো মোর দ্বারে,
আপ্লুত হিয়া দিবো
সোপর্দ করিয়া, প্রাণ ভোমরারে।