স্বতন্ত্র সত্তা
জীবনানন্দের চোখে বাংলা: নিসর্গ যখন এক স্বতন্ত্র সত্তা
"বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর..."—জীবনানন্দ দাশের এই বিখ্যাত পংক্তিটি কেবল তাঁর কাব্যবোধের সারমর্ম নয়, বরং বাঙালির আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর কবিতায় বাংলা নিসর্গ নিছকই এক ভৌগোলিক পরিমণ্ডল নয়, বরং এক স্বতন্ত্র, জীবন্ত সত্তা, যা ইতিহাসের গভীরে প্রোথিত এবং দার্শনিকভাবে সমৃদ্ধ।