লক্ষ্যমাত্রা
সরিষার হলুদে ঢাকা ঝিনাইদহের মাঠ, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ
ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামসহ জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকায় এখন চোখ জুড়ানো হলুদ দৃশ্য। যতদূর দৃষ্টি যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। ফুলের সুবাস আর মৌমাছির গুঞ্জনে গ্রামাঞ্চলের প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে।