মিল্টন খন্দকার
লালনের সুরে রাজধানীতে ‘আন্তরিক কুষ্টিয়া’র নান্দনিক আত্মপ্রকাশ
“মানুষ ভজলে সোনার মানুষ হবি” লালন সাঁইজীর এই চিরন্তন বাণী ও সুরে রাজধানীর বুকে যেন জেগে উঠল কুষ্টিয়া। বাউল দর্শনের মানবিক আহ্বান, কুষ্টিয়ার মাটি ও মানুষের আবেগ আর লোকজ সংস্কৃতির মেলবন্ধনে ঢাকায় আত্মপ্রকাশ করল নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আন্তরিক কুষ্টিয়া’।