পাটকাঠি
মাগুরায় পাটকাঠি পুড়িয়ে আসছে বৈদেশিক মুদ্রা, কমছে বেকারত্ব
একসময় কৃষকের আঙিনায় অবহেলিত পড়ে থাকা পাটকাঠিই এখন মাগুরায় বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে। পাটকাঠি পুড়িয়ে উন্নতমানের চারকোল বা পরিবেশবান্ধব প্রাকৃতিক কালি উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে।