দক্ষিণপন্থা
মামদানী ও সোরাইয়ার বিজয়: দক্ষিণপন্থার বিরুদ্ধে ইতিবাচক প্রতীকী প্রতিরোধ
জোহরান কোয়ামে মামদানী আমেরিকার নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন। অন্যদিকে মাত্র দু'দিন আগে অনুষ্ঠিত কানাডার মন্ট্রিয়েল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন সোরাইয়া মারিসেল মার্টিনেজ ফেরাদে। দু'জনের একটি জায়গায় মিল রয়েছে। এরা দু'জনেই অভিবাসী।