তাজুল
শিক্ষার লক্ষ্য চাকুরি না চরিত্র গঠন?
শিক্ষার অন্যতম একটি স্লোগান “জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে পড়”। ‘সেবা’ শিক্ষার অন্যতম একটি উদ্দেশ্য। সেবার মানসিকতা তৈরি হয় ভালো চরিত্র থেকে, আর ভালো চরিত্র তৈরি হয় ভালো শিক্ষা থেকে, আর ভালো শিক্ষা আসে ভালো প্রতিষ্ঠান থেকে।