চৈতন্য
কবিতায় ব্যক্তির নৈঃসঙ্গ্য ও সমাজ-চৈতন্যর আলোড়ন
কবিতা শিল্পের এমন এক অনন্য ও নিগূঢ় মাধ্যম, যা একই স্পন্দনে ধ্বনিত করে ব্যক্তিমনের গহীন অন্তঃসলিলা ও সমাজ-নামক বৃহত্তর জীবনের জটিল বুনট। এটি একদিকে যেমন আত্মার নিভৃত আত্মকথন, অন্যদিকে তেমনই সমকালীন যুগের অমোঘ দর্পণ।