কষ্টার্জিত
এমবাপ্পের চার গোলেও রিয়ালের কষ্টার্জিত জয় গ্রিসে
গ্রিস সফরে শুরুতেই বিপাকে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কারাইসকাকিস স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৮ মিনিটেই অলিম্পিয়াকোসকে এগিয়ে নেন পর্তুগিজ স্ট্রাইকার চিকুইনহো। তবে গোল খেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাবি আলোনসোর দল।