কবি
গভীর রাত
মধ্যরাতে আকাশ হয়ে ওঠে আরও গভীর,
তারা যেন বেশি উজ্জ্বল দেখায়,
চাইলেই কি?
চাইলেই কি পারে পাখি যেতে উড়ে
চাইলেই কি বিপদ তোমার যাবে সরে
চাইলেই কি এড়ানো যাবে মরণ
রুখে দিবে একদিন অচেনা য় গমন!
মুক্তির আকাঙ্ক্ষা
মুক্তি চাই গ্লানি আর হতাশা থেকে
মুক্তি হউক অরাজকতা আর অশান্তি হতে
রক্ষা চাই দুঃখ কষ্ট আর হিংসা থেকে
পরিত্রাণ চাই অসহায়ত্ব দুশ্চিন্তা আর কুচিন্তা হতে।
নদী ও পানি
যতদূর দেখ!
নীল আকাশ পানিতে ছুঁই ছুঁই।
অব্যক্ত বেদনার উচ্চারণ
নিয়ন্ত্রণ কক্ষের সবাই শেষ পর্যন্ত খুনী হয়ে যায়-
এখন কিংবা তখন, একাল কিংবা সেকাল,
সেই যাদুর চেয়ারে যেই বসেছে-
সবাই খুনী হয়ে গেছে।
আমি একজন মানুষ খুঁজি
আমি একজন মানুষ খুঁজি!
চোখ, হাত, মুখ, পা থাকলেই কি মানুষ হয়?
দৈহিক অবয়বেই কি মানুষ হওয়া যায়?