এনায়েতপুরী
খাজা ইউনুস আলী এনায়েতপুরীর ১১১তম বাৎসরিক ওরশ শুরু কাল
উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক ও শাহান শাহে তরিকত, সিরাজগঞ্জের বিশ্ব শান্তি মঞ্জিল হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর ২০২৬ সালের বাৎসরিক ওরশ আগামীকাল, ১৬ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে।