অভাবমুক্ত
অভাবমুক্ত, সংস্কৃতিমনা ও উন্নত কুমারখালী-খোকসা গড়ে তোলাই লক্ষ্য: শেখ সাদী
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদী বলেছেন, মানুষের সাফল্য নিশ্চিত করতে হলে আগে নিশ্চিত করতে হবে যেন প্রতিটি মানুষ দিনে তিনবেলা পেট ভরে খেতে পারে এবং প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হয়। তিনি বলেন, “জনগণ যা চাইবে, সেটাই আমার রাজনীতি। কুমারখালী-খোকসাকে আমি একটি পরিবার মনে করি, আমরা সবাই একই পরিবারের সদস্য।” একজন সফল ব্যবসায়ী হিসেবে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী শেখ সাদী রাজনীতিকে দেখেন সেবার জায়গা হিসেবে, ক্ষমতার নয়। তিনি বিশ্বাস করেন, “উন্নয়ন কারও একার পক্ষে সম্ভব নয়; সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই হবে- জনগণের শক্তির ওপর কোনো শক্তি নেই।” তরুণ এই স্বপ্নবাজ নেতা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন 'এইমাত্র' অনলাইনের সঙ্গে। এ সময় বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন 'এইমাত্র' অনলাইনের সম্পাদক ও প্রধান সম্পাদক।