কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে শীতের দাপট প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষজন। যাত্রাপুর ইউনিয়নের ঘোড়াছাগাড় চালক জলিল মিয়া (৬০) জানান, প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে এখন গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে। হাত-পা জমে আসে, তবুও সংসার চালাতে রাস্তায় নামতে হচ্ছে তাকে।
এদিকে, পাঁচগাছ ইউনিয়নের কৃষিশ্রমিক আব্দুল কাদের (৫৫) জানান, আমন ধানের মৌসুম চললেও ভোরের তীব্র শীতে মাঠে নামা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবে কাজ না করলে আয় হবে না বলে বাধ্য হয়েই বের হতে হচ্ছে।
জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, শীতার্ত মানুষের সহায়তায় ৯টি উপজেলায় মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের টাকা দিয়ে কম্বল কেনার কাজ শুরু হয়েছে, শিগগিরই তালিকা অনুযায়ী তা বিতরণ করা হবে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার জেলার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা শীতের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয়।
১০৯ বার পড়া হয়েছে