৭ দফা দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, শাপলা চত্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ সাত দফা দাবি নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের স্বার্থ এবং ইসলামের রক্ষা করার লক্ষ্যে উত্থাপিত এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে সরকারকে তৎপর হতে হবে।
খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী বলেন, “আগের ফ্যাসিবাদী শাসনামল দেশের আলেম সমাজ ও সর্বস্তরের মানুষদের ওপর নিপীড়ন চালিয়েছে। শাহবাগ এবং ২০২১ সালের হত্যাকাণ্ডের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ব্যাপারেও এখনো কোনো সফলতা আসেনি।”
তিনি আরও বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জনগণের চাহিদার সঙ্গে সাংঘর্ষিক। এটি অবিলম্বে বাতিল করে প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া উচিত। পাশাপাশি আগামী নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।”
খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন বলেন, “আজকের কর্মসূচি ইসলাম বিরোধীদের আইনের আওতায় আনা, শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের গণহত্যার বিচার, আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগসহ সাত দফা দাবির বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত হয়েছে। দেশবাসী নতুন কোনো ফ্যাসিবাদী শাসন চাই না; তারা আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়।”
বিক্ষোভ সমাবেশে দলের সহকারী মহাসচিব ফিরোজ আশরাফী ও যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে