সারাদেশ

শিক্ষা উপদেষ্টা’র বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ, ময়মনসিংহে গায়েবানা জানাজা

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজে সোমবার (২১ জুলাই) প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ময়মনসিংহ।

নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে বিলম্ব এবং শিক্ষা উপদেষ্টার ভূমিকার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় অবরোধ করে বিক্ষোভে নামে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এমন হৃদয়বিদারক দুর্ঘটনার পরও যথাসময়ে এইচএসসি পরীক্ষা স্থগিত না করে গভীর রাতে হঠাৎ স্থগিতের ঘোষণা দেওয়া শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলার পরিচায়ক। তারা দাবি করেন, রাষ্ট্রীয় শোক পালিত হলেও শিক্ষার্থীদের প্রতি ন্যূনতম সহানুভূতিও দেখাননি শিক্ষা উপদেষ্টা।

গাঙ্গিনারপাড় থেকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা টাউনহল জুলাই চত্বরে এসে পুনরায় সমবেত হয়। সেখানেই তারা শিক্ষা উপদেষ্টার ‘নৈতিক মৃত্যু’ হয়েছে বলে উল্লেখ করে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত করে।

বক্তব্য দেন শিক্ষার্থী নিয়ানুল বাশার নাঈম, রিশাদুল আলম প্রিন্স, সব্যসাচী দাস ও আরিফুল ইসলামসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, নিহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

বিক্ষোভরত শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন এবং হুঁশিয়ারি দেন—মঙ্গলবারের মধ্যে পদত্যাগ না করলে পরদিন থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন