আন্তর্জাতিক

খাইবার পাখতুনখোয়ায় দুই থানার সাত পুলিশ সদস্য নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাউথ ওয়াজিরিস্তান জেলায় পৃথক দুটি ঘটনায় সাত পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন, যাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

দেশটির ইংরেজি দৈনিক ডন-এর বরাতে এ তথ্য জানা গেছে।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আরশাদ খান জানিয়েছেন, রোববার (২০ জুলাই) নিয়মিত টহল চলাকালে প্রথম ঘটনাটি ঘটে, যেখানে তিনজন পুলিশ সদস্য নিখোঁজ হন। তাদের খোঁজে অভিযান চলছে।

একই দিনে আরেকটি অপহরণের ঘটনা ঘটে সারওয়াকাই থানার টাঙ্গা চাগমালাই এলাকায়। সেখান থেকে আরও চার পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন বলে জানান ডিপিও। এখনো তাদের কোনো সন্ধান মেলেনি।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে।

মাত্র একদিন আগেই (১৯ জুলাই) হাঙ্গুর জারগারি শিনাওয়ারি এলাকায় যৌথ অভিযান চালিয়েছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ। অভিযানে নয়জন সন্ত্রাসী নিহত এবং তিনজন নিরাপত্তা কর্মী আহত হন। এরপর থেকেই অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন