জাতীয়

আরও ২ বাসে আগুন, শ্যামপুরে আগুন দেওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার ১

ঋত্বিক তারিক:
ঋত্বিক তারিক:

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গতরাতে রাজধানীর বারিধারা ও কেরানীগঞ্জে আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

অপরদিকে, আজিমপুরে একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টার পাশাপাশি শ্যামপুরে আরেকটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল দুর্বৃত্তরা। এই সময়, নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কর্মকর্তা হিরন মিয়া জানিয়েছেন, গত রাত সোয়া ১টায় বারিধারায় একটি কলেজ বাসে এবং রাত ৩টা ৪০ মিনিটের দিকে কেরানীগঞ্জে তরঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি বাসই রাস্তার উপর দাঁড়িয়ে ছিল এবং অগ্নিসংযোগের ঘটনার ফলে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে, মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সিয়াম সরকারকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় গ্রেপ্তার করা হয়। শ্যামপুর মডেল থানার সূত্র জানায়, নাশকতা চালানোর উদ্দেশ্যে যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে, সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেপ্তার করে। অন্য একজন কর্মী, রাফসান, পালিয়ে যায়।

এ বিষয়ে শ্যামপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

অপরদিকে, লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান জানান, আজিমপুরে দুই যুবক মোটরসাইকেলে এসে ভিআইপি পরিবহনের একটি বাসের সিটে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে, যখন পুলিশ তাদের টের পেয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যায়।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন