ফেবু লিখন

সোহেল তাজ আপনি কি জানেন আপনি কি বোঝেন?

হোসেন কামাল
হোসেন কামাল

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সোহেল তাজ সাহেব আপনাকে কিছু কথা বলবো বলেই আজকের এই লেখার অবতারনা। চোখে পরলে পড়বেন একটু।

১৯৭১ সালে আমি তের বৎসরের বালক ছিলাম। সে সময় আমি আমাদের মহান মুক্তিযুদ্ধ দেখেছি,শুনেছি ও জেনেছি। আমাদের একটি মিডিয়াম সাইজের ফিলিপস ফোর ব্যান্ড রেডিও ছিল। মূলত সেই রেডিও ছিল আমাদের পরিবারের খবর জানার মূল আশা ভরসা। আমরা পুরো পরিবার মুক্তিযুদ্ধের নয় মাস গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেরিয়েছি তবে তার মাঝেও আমরা কখনই সেই রেডিও হাতছাড়া করি নাই। সে সময়েই কেবল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গড়ে উঠছিলো। তাছাড়াও আকাশবানী, বিবিসি, ভয়েস অব আমেরিকা,মস্কো রেডিওর খবর গুলো শুনতাম।
তাছাড়া কাছে, দুরে,বহুদুরে সারা রাত ধরে ত্রি নট ত্রি, এসএলআর, স্টেন গান, মর্টার শেলের শব্দ শুনতে পেতাম সারা রাত জুড়ে।
গুলির মধ্যেই ঘুমাতাম। একদিনও গুলির শব্দ না পেলে আমরা হতাশ হতাম- আজ মুক্তিরা এলো না বলে।
সে সমস্ত দিনে পলায়ন আর রাতে গুলির শব্দ মনে করে আজো রোনান্চিত হই। ভাবি আহা সে সময় যদি আবারো ফিরে পেতাম!!.

সোহেল তাজ সাহেব
আপনি কি এবিষয় গুলো জানেন?
নাহ মনে হয়। কতই বা বয়স আপনার? বলি শোনেন

এরি মাঝে সেই একাত্তরের ১০ ই এপ্রিল মেহের পুরের বৈদ্যনাথ তলার আম্র কাননে ঘোষণা হয়ে গেল -- প্রক্লেমেশন বা ঘোষনা অব গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষনাপত্র।

#রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
#অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
#প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমদ।

সেই প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে জনাব তাজউদ্দীন সাহেব আমাদের মানে বাঙ্গালীর সমুদয় সমর্থন পেলেন। যা এখনো আমরা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে মাথা নত ভালবাসা জানাই।
আর তিনি আপনার মহান পিতা।

সোহেল তাজ সাহেব জানলাম আপনি গতকাল অবৈধ প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন!!
কেন? জানতে পারি কি?
সাথে কি আপনার বোন আওয়ামী লীগের ভূতপূর্ব এমপি রিমিন হোসেন রিমিও ছিলেন?
আমি ছবি দেখেছি, কে কে গিয়েছিলেন তা জানার চেষ্টাও করিনি! আপনার বোন রিমি ম্যাডাম শেখ হাসিনার হাত থেকে দলীয় মনোনয়ন নিয়ে এমপি হয়েছিলেন মনে আছে তো?
আপনিও মন্ত্রী সভায় স্থান পেয়েছিলেন তাও কি মনে আছে আপনার? কি কারনে পদে থাকতে পারেন নাই? বলবো সেটি আসলে আপনার অযোগ্যতা।

বলবেন কি গতকাল আপনি কেন গিয়েছিলেন, একাত্তুরের দেশ মাতৃকার ডাকে সারা না দেওয়া একজনের কাছে?
কেন?
সদয় সহানুভূতি? মহান পিতার শত তম জন্মজয়ন্তি রাঙ্গাতে? স্বাধীনতা যুদ্ধের মহান সিপাহশালারের অনুষ্ঠানে যাবেন সেই ব্যাক্তি যার মুক্তি যুদ্ধের অবস্থান ঠিক নেই? যিনি একাত্তুরে কি করেছেন তা বলেন নাই অন্যান্য অনেক বিতর্কিত বিষয়ের মতোই !

কি চান আপনি? আপনি কি অবৈধ সরকারের অন্গ হতে চান?
সরি মিস্টার সেটিতো হবে না।
গত মাস দুয়েক পূর্বে আপনার মহান পিতা ও আমাদের মহান মুক্তিযুদ্ধের মহান সিপাহশালার তাজউদ্দীন আহমেদের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম পাল্টাবার চেষ্টা হয়েছিল মনে আছে তো?
মনে গেঁথে রাখুন কামানের নল আপনাদের দিকেও তাক করা আছে।
আপনি প্রতিবাদ করেছিলেন কলেজের নাম পরিবর্তনের।
আপনি কি যেদিন বঙ্গবন্ধুর বাড়ী ভেন্গে গুড়িয়ে দিয়েছিল সেদিন আপনি প্রতিবাদ করেছিলেন?
নাহ করেন নাই!
কেন প্রতিবাদ করেন নাই জানতে পারি কি?
কেন আপনার বোনও প্রতিবাদ করেন নাই তাও জানতে চাইতেই পারি-- একজন বান্গালী হিসাবে।

এগুলো করে আপনি বা আপনার পরিবারের কি লাভ হচ্ছে আপাতদৃষ্টিতে আমি বুঝি না,জানি না,জানতেও চাই না। পিতার সম্মান চান বুঝি?
জনাব তাজউদ্দীন সাহেবকে আমরা পুরো জাতি মিলিয়ে সম্মানে,ভালবাসায় আর শ্রদ্ধায় রেখেছি মনের মনি কোঠায়।
তাতে কি আপনাদের মন ভারছে না?

মন না ভরলে কিছুই করার নেই।
তবে হে সুযোগ্য পিতার অযোগ্য সন্তান শুনে নিন
আপনার এ সমস্ত কর্মকান্ড, আমাদের মনে গভীর রেখাপাত করছে।
আর তার ফলে না অবশেষে আপনার মহান পিতার অবস্থান আমাদের মনে নড়বড়ে হয়ে যায়! আপনি অবাক হবেন না। সে সম্ভাবনা আছে। ভাবনাটা অবাস্তব নয় মোটেও।

আমাদের মনে প্রিয় তাজউদ্দীন সাহেবের অবস্থান জাতির মনে হালকা হলে তার জন্য দায়ী থাকবেন আপনি #জনাব_সোহেল_তাজ_সাহেব
মনে রাখুন, মনে গেঁথে নিন কথাটা।
ধন্যবাদ।

লেখক: অ্যাক্টিভিস্ট রাজনীতিবিদ।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন